নিজের শ্যালককে খুনের অভিযোগ উঠল জামাইর বিরুদ্ধে। বুধবার রাতে রামনগরের অর্জুনি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ধৃত জামাই লোটন ঘোড়াইর জামিনের আবেদন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে লোটনের বাড়ি এগরার শীপুরে । কিন্তু প্রায় ১০বছর ধরে ঘরজামাই হিসেবে রামনগরের অর্জুনিতে শ্বশুরবাড়িতে থাকতো সে। আর লোটনের এইভাবে ঘর জামাই হিসেবে থাকাতে আপত্তিরছিল শ্যালক শিবু ঘোড়াইর (২৩)। এই নিয়ে জামাই ও শ্যালকের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকতো। বুধবার রাতে এক কারণে দুজনের মধ্যে অশান্তি চরম আকার ধারণ করে। দুজনের মধ্যে তর্কবিতর্কের মধ্যে আচমকা পকেট থেকে ছুরি বার করে শিবুর পেটে চালিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিবুকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ঘটনার পর গ্রামের লোকজন জামাই লোটনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রামনগর থানার ওসি উজ্জ্বল নস্কর বলেন পারিবারিক বিবাদের জেরে জামাইর ছুরির আঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। কোন কারণে জামাই ও শ্যালকের মধ্যে তর্কবিতর্ককে কেন্দ্র করে হাতাহাতির শুরু হয় । সেই সময় জামাই ধারালো অস্ত্র নিয়ে শ্যালকের ওপর হামলা চালায় ও পেটে ছুরি চালিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে । ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।