পূর্ব মেদিনীপুর জেলার বৃহস্পতিবার বিকালে মহিষাদল ঝাউপাথরা গ্রামের ছোট বাঁধ এলাকার বাসিন্দা রাজেন্দ্র প্রধান সাংসারিক বিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে প্রচন্ড মারধর করে। মারধরের ফলে তার স্ত্রী মঞ্জু প্রধান জ্ঞান হারিয়ে ফেলে।
চিৎকার চেঁচামেচি শুনে পাড়া পড়শিরা জড়ো হয় রাজেন্দ্র প্রধানের বাড়িতে। মঞ্জু প্রধানকে উদ্ধার করে মহিষাদল বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। স্ত্রীকে বেধড়ক প্রহার করেও ক্রোধ না কমায় নিজের বসত বাড়িতে রাজেন্দ্র প্রধান আগুন লাগিয়ে দেয়।
পথ চলতি মানুষজন হঠাৎ দেখতে পায় আগুনের ধোঁয়া রাজেন্দ্র প্রধানের বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। স্থানীয় মানুষজন জড়ো হয়ে বালতিতে জল দিয়ে দীর্ঘ সময় পরে আগুন নেভায় । স্থানীয় মানুষজন মহিষাদল পুলিশ স্টেশনে ঘটনার খবর দেন। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ উপস্থিত হয়ে রাজেন্দ্র প্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।
মহিষাদল গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রচন্ড রাগে মদ খেয়ে স্ত্রীকে মারধর করার পর নিজের ঘরে আগুন লাগিয়ে দেয় রাজেন্দ্র প্রধান।