পথ দুর্ঘটনার কবলে পড়ে একসাথে মৃত্যু হল দুই ভাইয়ের। শনিবার সকালে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ছত্রধরার কাছে বাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
জানা গেছে দিঘা কুকড়াহাটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে যায় রয়েল এনফিল্ড বাইক।সেই বাইকে ছিলেন দুই ভাই প্রকাশ রায়(৫০) ও বিকাশ রায়(৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে দুই ভাই বাইক চালিয়ে কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের ভন্ডুবসান গ্রামের বাড়ি থেকে দিঘা মোহনায় নিজেদের মাছের আড়তে যাচ্ছিল। সেই সময় ছত্রধরার কাছে জাতীয় সড়কে বাইক নিয়ে উঠে পড়লেই দ্রুত গতিতে দিঘা কুকড়াহাটি বাসটি এসে পৌঁছায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইকটি যাত্রীবাহী বাসের তলায় ঢুকে যায়। দুই ভাই ছিটকে পড়ে রাস্তায়।
বড় ভাই প্রকাশ রায়ের মৃত্যু হয় ঘটনাস্থলে। গুরুতর জখম হয় ছোট ভাই বিকাশ রায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রকাশ রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বিকাশ রায়ের চিকিৎসা চললেও বিকালেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসেই দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়িকে রাস্তার উপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়িকে পুলিশ আটক করেছে। দুই ভাইর মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ। এই ঘটনায় পরিবারের ও এলাকায় এবং দিঘা মোহনায় শোকের ছায়া নেমে আসে।