Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীভূমি স্পোটিং ক্লাবের এবারের থিম তিরুপতি মন্দির

ইন্দ্রজিৎ আইচ :- সামনেই শারদ উৎসব।  রথযাত্রা উপলক্ষে ভি আই পি রোডের শ্রীভূমি স্পোটিং ক্লাবে  ধুমধাম করে হয়ে গেলো খুঁটি পুজো। এই পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী, এলাকার বিধায়ক ও শ্রীভূমি স্পোটিং ক্লাবের প্রধান সুজিত বসু। ছিলেন বরাহনগর এর নব্য সায়ন্তিকা বন্দোপাধ্যায়।

মঞ্চে উপস্থিত ছিলেন  অভিজিৎ পান্ডে (দমকল অধিকর্তা), গায়ক নচিকেতা, বনশ্রী চ্যাটার্জী (পূরমাতা)
কৃষ্ণা চক্রবর্তী ( বিধাননগর এর মেয়র), যাত্রা অভিনেতা
উৎপল চ্যাটার্জী, পবন নিওটিয়া (বি সি সি আই), বিভিন্ন এলাকার পৌর প্রতিনিধি মায়া মাইতি ,অরূপ হাজরা
দীপেন্দু কিশোর গোস্বামী ( শ্রীভূমি স্পোটিং ক্লাবের সম্পাদক), ঘোষক সতীনাথ মুখোপাধ্যায় , রহিমা বিবি মন্ডল(পৌরমাতা) আরাত্রিকা ভট্টাচার্য(পৌর মাতা)
নন্দিনী ব্যানার্জী(পৌর মাতা) সুপর্ণা ঘোষ পাল(পৌর মাতা)
চিত্রকর  সুব্রত গঙ্গোপাধ্যায়, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, লোক সঙ্গীত শিল্পী পৌষালি মুখোপাধ্যায়।


সেনকো গোল্ড এর শুভঙ্কর সেন সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। আজ এক সাংবাদিক সম্মেলনে দমকল মন্ত্রী সুজিত বসু জানালেন আমাদের এবারের পুজো ৫২ বছরে পদার্পণ করলো। এবারের থিম দক্ষিণ ভারতের তিরুপতি র মন্দির। পুরো মণ্ডপ টা ফাইবার দিয়ে তৈরি হবে।


আমাদের প্রতিমা নির্মাণ করছেন প্রদীপ রুদ্র পাল। প্রতিমা কে  বিভিন্ন সোনার গহনা দিয়ে সাজাবে সেনকো গোল্ড। সব মিলিয়ে সকলের নজর কাড়বে শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো। আজ রথ যাত্রা ও খুঁটি পুজো উপলক্ষে ভক্তি মূলক সঙ্গীত পরিবেশন করেন শ্রীকুমার চট্টোপাধ্যায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read