প্রদীপ কুমার সিংহ :- ইট বোঝায় বেপরোয়া ট্রাকের অ্যাম্বুলেন্স ও ভ্যানে ধাক্কা, ঘটনায় গুরুতর আহত ২। হাসপাতাল থেকে মৃত বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণে বাঁচলো তিন ছেলে। তবে ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। ঘটনাটি ঘটেছে বারুইপুর ক্যানিং রোডের রামনগর লাল গেট এলাকায়। দ্রুত গতিতে বেপরোয়া গাড়ি চালানো ও রাস্তার ধারে বেআইনি পার্কিংয়ের জেরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের দিক থেকে ইট বোঝায় একটি ট্রাক বেপরোয়া গতিতে বারুইপুরের দিকে আসছিল। রামনগরের লালগেট মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে দ্রুত গতিতে থাকা ইট বোঝায় ট্রাকটি প্রথমে এম্বুলেন্সে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের মধ্যে ড্রাইভার সহ এক মৃত ব্যক্তি ও তার তিন ছেলে ছিল। তারা প্রত্যেকেই ক্যানিংয়ের চুনা খালির বাসিন্দা। কলকাতা মেডিকেল কলেজে বাবার মৃত্যুর পর দেহ নিয়ে বাড়িতে ফিরছিল তারা। সেই সময় আচমকা এই দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স এর মধ্যে থাকা তিন ছেলে অক্ষত থাকলেও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এম্বুলেন্স চালক সোমনাথ চ্যাটার্জি। তার বাড়ি গড়িয়া এলাকায় বলে জানা গিয়েছে। দ্রুত গতিতে থাকা ট্রাকটি এম্বুলেন্স এর ধাক্কার পর একটি ভ্যানেও ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ভ্যানচালক রাহুল আমিন মন্ডল। তার বাড়ি রামনগর সীতাকুণ্ড এলাকায়। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা বলে জানা গিয়েছে। দুজনকেই উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘাতক ট্রাকের চালক পলাতক তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে বারুইপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।পরে সোমনাথ চ্যাটার্জিকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে বারইপুর হাসপাতালের চিকিৎসক। হরুইপুর থানা পুলিশের পক্ষ থেকে লরি ও অ্যাম্বুলেন্সটি ক্রেনে করে উদ্ধার করে নিয়ে
যায়।