Select Language

[gtranslate]
১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“অভিনন্দন জ্ঞাপন সভা’য়” উপস্থিত ছিলেন   শুভেন্দু অধিকারী

আমাদের লড়াই জারি থাকবে।কাঁথির সাংসদ ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে কাজ করবেন।দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।সেই সাথে লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত উপ নির্বাচনের তথ্য তুলে ধরে কটাক্ষ করেন তৃণমূলের পিসি ভাইপোকে । আগামী ২০২৬-এ রাজ্য থেকে তৃণমূলের দখলদারি হটানোর আহ্বান জানান।এই আহ্বানে  কর্মীদের সামিল হয়ে লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।রবিবার কাঁথি শহরে বিজেপির অভিনন্দন ও কৃতজ্ঞতা  সভায় যোগদান করে এই কথাগুলি বলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রবিবার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁথি নান্দনিক ক্লাবের ময়দানে অষ্টাদশ লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী  সৌমেন্দু অধিকারী কে বিপুল ভোটে জয়যুক্ত করার এবং সাংসদ রূপে নির্বাচিত করার জন্য, দলীয় সকল স্তরের কার্যকর্তা ও সমর্থকগনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপনের উদ্দেশ্যে,”অভিনন্দন জ্ঞাপন সভা” অনুষ্ঠিত হয়।

এই সভায় “অভিনন্দন জ্ঞাপন সভা’য়” উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী ,কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী,  কাঁথি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ  সৌমেন্দু অধিকারী , রাজ্য সহ-সভাপতি উমেশ রাই ,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক  অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল, কাঁথি লোকসভা কনভেনর অমলেন্দু পাহাড়ী, জেলা ইনচার্জ সোমনাথ রায়, জেলা সাধারণ সম্পাদক ও খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা, জেলা সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া সহ জেলা সভাপতিমন্ডলীর কার্যকর্তাগন ও দলীয় সকল স্তরের কার্যকর্তা, নেতৃত্ব এবং দলীয় সমর্থকবৃন্দ।



উপস্থিত সকল বিজেপি কার্যকর্তা ও সমর্থকগনকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারির পক্ষ থেকে ফলের চারাগাছ বিতরণ করা হয়,যা জগন্নাথদেবের উল্টো রথযাত্রাতে নিজের মায়ের নামে রোপন করার জন্য আহ্বান জানানো হয়।তিনি বলেন যেভাবে এই চারাগাছ বৃদ্ধি লাভ করবে কিভাবে দলের বৃদ্ধি ও সমৃদ্ধি লাভ করবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read