Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের সমুদ্রের স্নানে নেমে মৃত্যু হল দুই পর্যটকের নিখোঁজ আরো এক।

আজ মঙ্গলবার ফের মান্দারমনি পর্যটনকেন্দ্রে সমুদ্রে স্নানে নেমে মৃত্যু হল দুই পর্যটকের এবং নিখোঁজ আরো এক পর্যটক। নুলিয়া ও পুলিশের তৎপরতায় ৬ বন্ধুর মধ্যে তিনজনকে উদ্ধার করা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে রামনগর ২ ব্লক স্বাস্থ্য কেন্দ্র বড়রাঙ্কুয়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে বর্ধমানের দুর্গাপুর থেকে ৬ বন্ধু রবিবার মন্দারমনির উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার ভোরে এসে তারা মন্দারমনি তে পৌঁছায়। তারা  বেসরকারি হোটেলে ওঠে। আজ মঙ্গলবার সমুদ্রে স্নানে নামে ৬ বন্ধু। ৬ জন বন্ধু তলিয়ে যেতে দেখে পুলিশ ও নুলিয়ার তৎপরতার সঙ্গে জলে ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করতে পেরেছে।

দুজনকে মৃত অবস্থায়  উদ্ধার করলেও একজন নিখোঁজ। নিখোঁজ ব্যক্তির খোঁজে স্পিড বোর্ট নামিয়ে তল্লাশি চলছে সমুদ্রে। সূত্রের খবর উদ্ধার হওয়া পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।তিন ব্যক্তির  চিকিৎসা চলছে। মৃত ব্যক্তির নাম কৌশিক নন্দ (৩৬) এবং শংকর চক্রবর্তী (৪০)। সমুদ্রে পুলিশ তল্লাশি চালাছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে ওইখানে চোরাবালি ছিল সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read