ইন্দ্রজিৎ আইচ :- অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর ব্যানারে আগামী 15 আগস্ট মুক্তি পাচ্ছে থ্রিলার ছবি “36 HRS”।
আজ দক্ষিণ কলকাতার প্রিন্সটোন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ওয়েব সিরিজের
পরিচালক শঙ্খ ভট্টাচার্য্য জানালেন এই ছবিটা এক কথায়
রোড থ্রিলার। ২০২২ সালে এই ছবির কাজ শেষ হয়। পুরো শুটিং টা হয়েছে কলকাতায়।
আজ আমাদের পোস্টার ও ট্রেলার লঞ্চ হলো। আগামী 15 আগস্ট এই ছবির প্রথম এপিসোড দেখানো হবে আমাদের নিজস্ব ইউ টিউবে।
এই ছবির গল্পটা হলো অনিশ ব্যানার্জী নামে একটি ছেলের
36 ঘন্টা ধরে যা যা ঘটে সেই নিয়ে এই থ্রিলার ওয়েব সিরিজ।
এই অনিস চরিত্র টা করেছেন
আরিয়ান ভৌমিক। সুজয় চরিত্রে অনিন্দ্য ব্যানার্জী , মিস্টার খান চরিত্রে বিপ্লব কুমার সিনহা এবং ঋতু চরিত্রে অভিনয় করেছেন
সুকন্যা চট্টোপাধ্যায়। এই ছবির চিত্র গ্রহণ করেছেন শুভদীপ কর্মকার। সঙ্গীত পরিচালনা করেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
“36 HRS ” দেখানো ৬ টা এপিসোড এ প্রতি সপ্তাহে শুক্রবার। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই ওয়েব সিরিজ এর সকল কলা কুশলী, প্রযোজক এবং পরিচালকরা।