এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগে গ্রেফতার হল খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শংকর মাইতি। অভিযোগ খেজুরীর আলালপুর বাজারে বিধু ভূষণ সাহুর চায়ের দোকানে হামলা চালায় মঙ্গলবার রাতে। বিধুভূষণ বাবু তালপার্টিঘাট কোস্টাল থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে।অভিযোগ এই দিন গভীর রাতে মেহেদীনগরে ও সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছিল। মেহেদীনগরে প্রতিবছর পবিত্র মহরম উৎসব পালিত হয়। বুধবার তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এমন সময় সেখানে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ বাহিনী গিয়ে সুন্দরপুরের বাসিন্দা ও খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শংকর মাইতি কে গ্রেফতার করে। আজ বুধবার তাকে আদালতে তোলা হয়। বিচারক তার পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। সূত্রের খবর উদয় শংকর মাইতি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিট নিয়ে জয় লাভ করেন।
তারপরেই তিনি তৃণমূলে যোগদান করেন এবং সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজ ও উত্তেজনা সৃষ্টি হলে জেলাশাসকের দপ্তরে ওরা নিরাপত্তায় সভাপতি নির্বাচন হয়। তারপর তিনি লোকসভা নির্বাচনে পুনরায় বিজেপিতে প্রত্যাবর্তন করেন। তৃণমূলের অভিযোগ বিজেপিতে যোগদান করার পর বেশি করে অত্যাচারী হয়ে উঠেছেন এলাকায়। এই নিয়ে উভয় দলের মধ্যে চাপানউতোর সৃষ্টি হয়েছে এবং এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ সূত্রে খবর এলাকার শান্ত রাখতে কড়া নজরদারি চলছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি তাপস দলাই বলেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে উদয় শংকর মাইতি কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ দল দাসের কাজ করছে সেই কারণে মিথ্যা অভিযোগে উদয় শংকর মাইতি কে ফাঁসানো হচ্ছে। এর প্রতিবাদ করব আমরা দলগতভাবে। তৃণমূলের খেজুরি ২ ব্লক সভাপতি সমুদ্ব্ভব দাস বলেন সন্ত্রাস বন্ধ হোক শান্তি ফিরে আসুক তার জন্য পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক।