Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পথঅবরোধ।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পথঅবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকেরা। এরজেরে আটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয়। একজন আহত হলে দিঘা হাসপাতালে ভর্তি করাহয়।

অভিযোগ, নিউ দিঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় অটো চালক অতনু কর বাধা দেয় ।এর পরেই ইঞ্জিন ভ্যানের চালক সনাতন জানা,চন্দন পাত্র তাকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে দিঘা  থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ কে নিয়ে বৈঠকে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা।, সেই সঙ্গে অটো উইনার এর পক্ষ থেকে অভিজিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read