মেদিনীপুর জেলার ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া ডে উপলক্ষে খেজুরীর হেড়িয়া মিত্রচক অভিনব মিশন স্কুলে ছাত্রজীবনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন হয় বৃহস্পতিবার। আলোচনায় অংশ নেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক সুব্রত গুহ। আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক শুভেন্দু কামিলা, কালি কলম পত্রিকার অজিত কুমার জানা, গোকুল ভূঞা, চ্যানেল টেন – এর ব্যবস্থাপক অনিন্দিতা কামিলা, কোষ্টাল বার্তার সম্পাদক উৎপল সামন্ত, সমরেশ সুবোধ পড়্যা, ধীরেন্দ্রনাথ প্রধান প্রমুখ ।
চাওয়া, না চাওয়ার মধ্যেই সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে নিমজ্জিত । সোশ্যাল মিডিয়া অতি দ্রুত বিস্তার লাভ করেছে ও, ছাত্র ছাত্রীরা এই গন্ডীর বাইরে নয়
আলোচকগন সোশ্যাল মিডিয়ার ভালো, খারাপ দিকগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে কতটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে, ছাত্রছাত্রীরা তা অনুধাবন করেতে বলেন । শেষে অভিনব মিশন স্কুলের পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।