অসহায় বিধবা মা ও বোনকে মারধর করে গ্রেফতার হল গুণধর ছেলে। অভিযোগ গত ৩ জুলাই কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার দেউলবাড় গ্রামের বাসিন্দা সুদীপ দাস তার মাকে এবং বোনকে মারধর করে। মায়ের কাছ থেকে টাকা পয়সা ও সম্পত্তি নেওয়ার জন্য মাকে মারধর করে বলে অভিযোগ। মা দিতে অস্বীকার করায় তাকে এবং তার বোনকে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকিও দেয়। গুণধর ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অসহায় মা মারিশদা থানার দারস্ত হন।
মারিশদা থানায় ৪ জুলাই অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে গুণধর পুত্র সুদীপ দাস কে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। অভিযোগ সুদীপের বাবার মৃত্যুর পর থেকে সুদীপ তার মায়ের কাছ থেকে টাকা এবং সম্পত্তি নেওয়ার জন্য অত্যাচার করত। বোন বাধা দিতে এলে তাকে ধরেও মারধর করতে বলে অভিযোগ। এই অত্যাচারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। অতিষ্ট হয়ে অসহায় মা থানায় অভিযোগ জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।