একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করলো বিজেপি।
১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেদিন রাজপথে নেমেছিলেন তৎকালীন যুবকংগ্রেস কর্মীরা। পরবর্তীতে তৃণমূলের জন্ম হয়। বিগত কয়েক বছর ধরে এই ২১ জুলাই ঘিরে বিশাল জনসমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস। সেখানে কংগ্রেসের কর্মসূচি ততটা গুরুত্ব পায় না।রাজ্যের সব জেলা থেকে তৃণমূল সমর্থকরা আসেন ধর্মতলায়। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কলকাতার প্রাণকেন্দ্র স্তব্ধ হয়ে যায়।
অন্যদিকে এই ২১ জুলাইতেই তৃণমূলের শহিদ দিবসের দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি, এমনটাই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একুশে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চা, তমলুক ৫ এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হয় গণহত্যা দিবসের স্মরনে। এদিনের রক্তদান শিবিরে সংগঠনের নেতৃত্বটা ছাড়াও পুরুষ ও মহিলা কর্মী সমর্থকরা এগিয়ে আসেন রক্তদানের জন্য। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন সেই মতো এই রক্তদান শিবিরের মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হচ্ছে এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা।