১৯৮১ সালে সরকার অনুমোদিত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী প্রগতি পরিষদ পাঠাগারে সারা বছর মনিষীদের মূল্যায়ন সহ জন্মদিন, মৃত্যুদিন পালন, সচেতনতা শিবির, বইমেলা, গ্রন্থাগার দিবস প্রভৃতি অনুষ্ঠান হয়ে আসছে। বর্তমান সময়ে ছাত্রছাত্রী, পাঠক পাঠিকাদের বেশী গ্রন্থাগার মুখী করতে কর্তৃপক্ষ পাক্ষিক সাহিত্য পাঠের আয়োজন করে প্রতি ইংরেজী মাসের প্রথম ও তৃতীয় শনিবার। ২০ শা জুলাই শনিবার বিকেল ২ টায় সেই কর্মসূচি উদ্বোধন হয়। প্রগতি পরিষদ পাঠাগার গৃহে কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে।
গল্প পাঠের আসর পরিচালনা করেন পাঠাগারের সভাপতি তথা কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের শিক্ষক ড. মিহির কুমার প্রধান। সুন্দর সাবলীলভাবে ২ টি গল্প ‘ইঁদুররানীর বিয়ে’ ও ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ ছাত্রছাত্রীদের মধ্যে গল্প পাঠ করেন শিক্ষিকা সোমা রানী কর। ছাত্র ছাত্রীদের অবসর সময় এলোমেলোভাবে না কাটিয়ে পাঠাগারে সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প, শুকতারা, পঞ্চতন্ত্র পড়বে। উপস্থিত ছিলেন পাঠাগারের সম্পাদক সুজিত মাইতি, দুর্গা দাস, ডা: চন্দ্রশেখর মাইতি, কানাইলাল জানা, সত্যব্রত মিশ্র, তুষার কান্তি মিশ্র, শক্তিপ্রসাদ জানা, রূপক কুমার মাইতি প্রমুখ।।