Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ  গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে সাহিত্যের আড্ডা ও আলোচনা সভা।

বিপন্ন সংস্কৃতি ও কর্মসংস্থানের সংকটকে তুলে ধরে প্রতিকারের আহ্বান জান পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি মহাদেব চক্রবর্তী। তিনি আরো বলেন অবক্ষয়ের যুগে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সুস্থ সমাজ গঠনের জন্য। আজ রবিবার তিনি পশ্চিমবঙ্গ  গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির কাঁথি শাখার উদ্যোগে  সকাল থেকে সাহিত্যের আড্ডাও আলোচনা সভায় এই কথাগুলি বলেন। কাঁথি শহরের রঘুনাথ আয়ুর্বেদ কলেজ এবং হাসপাতাল এর সভাপক্ষে অনুষ্ঠিত হয় সাহিত্যের আড্ডা ও আলোচনা। উদ্বোধনী সংগীতের মাধ্যমে এই সভা শুরু হয়। শুরুতেই প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে শোক প্রস্তাব  গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কাঁথি শাখার সভাপতি এস মহিউদ্দিন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি মহাদেব চক্রবর্তী, সম্পাদিকা সুজাতা বেরা, বিশিষ্ট কবি রাজকুমার পন্ডা, কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের স্বাগত ভাষণ ও প্রতিবেদন নিবেদন করেন কাঁথি শাখা সংগঠনের সম্পাদক দিলীপ জানা। সাহিত্যের আড্ডায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নটেন্দ্রনাথ দাস। কবিতা পাঠ করেন বিকাশ চন্দ, দেবাশীষ প্রধান, পিউলি নন্দ গোস্বামী, বিরথ মন্ডল, বেলা খাতুন, দেবাশীষ মিশ্র,সুনিতা রায় প্রধান, গল্প পাঠ করেন সুদর্শন খাটুয়া, সহ একাধিক কবি ও সাহিত্যিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি  দীপক হোতা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read