মহরম উপলক্ষে ডিজে বক্স বাজানোর অপরাধে ডিজে বক্স বাজেয়াপ্ত করে অপারেটরকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। অভিযোগ গতকাল শনিবার কাঁথি ১ ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের পানিয়াতে মহরম উপলক্ষে ডিজে বক্স বাজানো চলছিল বিকট শব্দে।
শব্দ দূষণের অভিযোগে মাইক অপারেটর কাঁথি দেশপ্রাণ ব্লকের ফরিদপুর গ্রামের বাসিন্দা রিন্টু মাইতি কে গ্রেফতার করে। আজ রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ মহরমের ক’দিন ধরে ওই এলাকায় ডিজে বক্স বাজানো চলছিল। এলাকাবাসী অতিষ্ট হয়ে পুলিশে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ডিজে বক্স বাজেয়াপ্ত করে এবং অপারেটরকে গ্রেফতার করে।
Author: ekhansangbad
Post Views: ৫০