গ্রামের এক পরিবারকে একঘরে করে রাখার কথা ঘোষণা করা হলো মাইকিং করে। পরিবারের লোকজনের সাথে গ্রামের কাউকে কথা বলতে নিষেধ করা হলো মাইকিং করে। অভিযোগ পেয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার দক্ষিণ বারান্দা গ্রামের বাসিন্দা ননী দলুই। গ্রামের সালিশি সভার সিদ্ধান্ত অনুসারে মাইকিং করে গতকাল গ্রামে জানানো হয়, ননী দলুই এর পরিবারের সাথে যেন গ্রামবাসী কথা না বলেন, কোন লেনদেন না করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গত কয়েক মাস ধরেই ঝামেলা চলছে ওই ব্যক্তির। তবে ননী দলুই ও তার পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী ও গ্রামবাসীরা তাদের বয়কটের ডাক দিয়েছে। জল, বিদ্যুত বন্ধের হুমকি দিয়েছে। গতকাল মাইকিং করেছে গ্রামবাসীদের আমাদের সাথে কথা না বলার জন্য।
যদিও ননী দলুই এর তোলা অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য। মাইকিং এর কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ননীর দলুই এর সাথে গ্রামবাসীদের ঝামেলা নিয়ে একাধিকবার মিটিং ডাকা হলেও সেই মিটিংয়ে উপস্থিত হননি ননী বাবু। তাই ভয় দেখানোর জন্য এই মাইকিং করা হয়েছিল। এই মাইকিং করা ভুল হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি।
এক ঘরে করে রাখার এই মাইকিং করার অপরাধে পঞ্চায়েত সদস্যের স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ।