পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ক্লাব গঙ্গাধর ভবন সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কাঁথি শিশুমহলের কচি-কাঁচা শিক্ষার্থীরা গুরু পূর্ণিমা উদযাপন করে রবিবার। সাপ্তাহিক অনুশীলন সূচি অনুসারে অনুশীলন পর্বের পরে শিক্ষার্থীরা সমবেত ‘গুরু প্রণাম’ মন্ত্রের মাধ্যমে তাদের অভিভাবক-অভিভাবিকা,প্রশিক্ষক- প্রশিক্ষিকা ও কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। নির্দেশনায় ছিলেন প্রশিক্ষিকা সুনীতা দে সাঁতরা ও প্রশিক্ষক দিব্যেন্দু ভূঁঞ্যা। দিনটি উদযাপনের তাৎপর্য সম্পর্কে তথ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল।
উপস্থিত ছিলেন প্রশিক্ষিকা সুমতি বর্মন,সহযোগী সুপ্তি দত্ত,সাবিত্রী রাণা এবং অভিষেক পণ্ডা,অনিন্দিতা পণ্ডা,রমা সাহু পণ্ডা প্রমুখ সদস্য-সদস্যাবৃন্দ সহ অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।
Author: ekhansangbad
Post Views: ৪৯