লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরীর উদ্যোগে কাঁথি হাসপাতালের সহযোগিতায় করলদা বাণী নিকেতন হাইস্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির হয়।
শিবিরে ক্লাবের পক্ষে সভাপতি বুলবুল রহমান, কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ জানা, শুভ্রান্ত কুমার দাস, গোপালকৃষ্ণ দাস, দেবাশিস ব্যানার্জি, শান্তনু কুমার জানা,সোমনাথ মণ্ডল এবং লিও সভাপতি সৌপর্ণ মণ্ডল উপস্থিত ছিলেন।
শিবিরের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু বিকাশ গিরি। শিবিরে 328 জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ৩৮