কেকা মিত্র :- আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে ISHRAE Kolkata Chapter, সারা বাংলা দাবা সংস্থা ও গড়িয়াহাট চেস্ ক্লাবের সহযোগিতায় একটি অভিনব দাবা খেলার প্রতিযোগিতা “চেকমেট ২০২৪” আসর বসায় অতিপরিচিত গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে জনবহুল চত্বরে, গাড়ির কোলাহলের মাঝখানে!
খেলার উদ্বোধন করেন ইশরের প্রাক্তন সভাপতি শঙ্খ ভট্টাচার্য, সিনিয়র ন্যাশনাল আরবিটার প্রীতম কুমার ঘোষ ও গড়িয়াহাট চেস ক্লাবের সম্পাদক অভিজিৎ সাহা। সমগ্র খেলা পরিচালনার ও বিচারকের দায়িত্বে ছিলেন ‘সারা বাংলা দাবা সংস্থা’-র প্রীতম ঘোষ ও গৌতম ভট্টাচার্য।
মোট পাঁচ রাউন্ড খেলা হয় এবং সর্বমোট ৩০জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্ষুদে দাবাড়ু অদৃত মেদা, স্পন্দন দেবনাথ দর্শকদের মন জয় করে। খেলা দেখবার জন্য বেশ ভালো জনসমাগম হয়েছিল।
Ishrae Kolkata Chapter-এর শঙ্খ ভট্টাচার্য, সারা ভারতব্যাপী ইশরের (Ishrae) বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা করেন। উনি বিজ্ঞান, প্রযুক্তি ও দাবার মেলবন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও বিশ্বযুদ্ধে দাবাড়ুদের কিভাবে ব্যবহার করা হতো সে কথাও স্মরণ করিয়ে দেন। পড়ুয়াদের মনোবিকাশে ও মেধাবৃদ্ধিতে দাবার উপকারিতার কথা বলেন। ইশরের উপ-সভাপতি শ্যামল বর্মন জানান এটি তাদের দ্বিতীয় বর্ষ এবং আগামী বর্ষেও ওনারা এই দিনটি পালন করতে চান।
সবশেষে ১০জন বিভিন্ন বিজয়ীদের পুরস্কৃত করেন গড়িয়াহাট চেস্ ক্লাবের সম্পাদক অভিজিৎ সাহা, সারা বাংলা দাবা সংস্থার প্রীতম ঘোষ ও গৌতম ভট্টাচার্য ও ইশরের শঙ্খ ভট্টাচার্য। প্রায় তিরিশ জনের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে শুভব্রত রায়, পরমার্থ মিত্র ও সোহম সাহা।
সমগ্র অনুষ্ঠানের পরিচালনা, পরিবেশনা ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন শঙ্খ ভট্টাচার্য এবং পূর্ণ সহযোগিতায় ছিলেন গড়িয়াহাট চেস্ ক্লাবের কার্যবাহি সভাপতি মোহন সিং , উপ সভাপতি উদয় সিংহ, সম্পাদক অভিজিৎ সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন ইশরের যুব দলের নেতা পার্থ ঘোষ, অমিত্রসূদন চৌধুরী ও বেশ কিছু গুণীজন।