পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দু’নম্বর ব্লকের দেপাল পঞ্চাতের তালকানপুর বুথে বিজেপি কর্মী সুমন জানা তৃণমূলে যোগদান করেন, তার পর থেকে তাঁকে নানা ভাবে হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ
সুমন জানা বলেন আমি তৃনমূলে যোগদান করেছি ১৭ জুলাই,আরতার পরে লাগাতার হুমকি আসছে আমাকে মেরে ফেলার, আমার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে, যদিও আমার বৌমা গুরুবারি জানা জেলা পরিষদের বিজেপি প্রার্থী হয়েছিলেন, আমার ছেলে এখনো বিজেপির জেলা কমিটির কোর কমিটির সদস্য, থাকা সত্ত্বেও আমাকে ওই বিজেপি দল ভালো লাগেনি বৌমা ছেলে যা করছে করুক আমাকে ওই দল ভালো লাগেনি আমি ওই দল থেকে চলে এসেছি।
রামনগর -২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি বললেন সুমন জানা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে তাকে বিজেপি দল থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলা ঘর পুড়িয়ে দেওয়ার। এর বিরুদ্ধে আইন অনুযায়ী এবং রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে