আমরা এক ইঞ্চি ও মাটি ছাড়বো না।প্রয়োজনে আমরা লড়াই করব। মশাল মিছিল করে বৃহস্পতিবার হুমকী দিলো মৎস্যজীবিরা। জুনপুটের মৎস্যজীবী নেতা তথা কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামলেন।
বিগত বাম সরকারের আমলে কেমিক্যাল হাবের বিরুদ্ধে যেভাবে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিলো,সেই একই কায়দায় তৃণমূল- এসইউসিআই-কংগ্রেস প্রমুখ দলের নেতৃত্ব সহ এলাকার মানুষজন নিয়ে শুরু হলো আন্দোলন।
কাঁথি ১ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের আওতাধীন বিরামপুট সংসদ এলাকায় ডিআরডিও এর একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হওয়ার কথা। সেই মত কয়েকবার ডিআরডিওর আধিকারিকরা পরিদর্শন করেছেন। জায়গা দেখে কাজ ও শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ শুরু হতে কিছু মানুষ কখনো ভাঙচুর আবার কখনো বিক্ষোভ দেখায়। আর এই সবের মধ্যেই ডিআরডিও মিশাইল টেস্টিং করার নোটিস হয় বুমেরাং।
এদিন বিকেল ৫ টা নাগাদ জুনপুট এলাকায় রাজনৈতিক নেতৃত্ব সহ মানুষজন জমা হয়ে মশাল মিছিল করে। আর মাইকে স্লোগান দেওয়া হয়। জুনপুটে কোনো ভাবে ডি আরডিওর মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করতে দেবে না বলে হুঁশিয়ার দেন মানুষজন। জুনপুট প্রজেক্ট এরিয়ার অদূর থেকে জুনকুট বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিচুনিয়া হাই স্কুল ঘুরে শেষ হয় মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে। মিছিলে পা মেলায় কয়েক হাজার ছাত্র ছাত্রী থেকে গ্রামবাসীরা।
বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাঁথি-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, ৪ জন পঞ্চায়েত সদস্য নিতাই ঘোড়াই, সৌম্য সুন্দর গিরি ,রতন সাউ,পার্থসখা মন্ডল নাম এবং সঞ্জয় গিরি, শেখ নজরুল আলী, সেক জাহেদ আলী ,সেক আজিজুল প্রমুখ দলের নেতৃত্বরা