Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কার্গিল বিজয় দিবসে সেনাদের  প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন   বিধায়ক সুমিতা সিনহা

আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাদের  প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করলেন উত্তর কাঁথির  বিধায়ক সুমিতা সিনহা।

তিনি বলেন কার্গিল বিজয় দিবস আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সৈন্যদের আত্মত্যাগের একটি স্মারক । আমরা এই দিনটি উদযাপন করার সময়,  তাদের সাহসিকতা এবং প্রতিশ্রুতিকে সম্মান করার আহ্বান জানান।  আমাদের জীবনে সাহস ও দেশপ্রেমের মূল্যবোধকে সমুন্নত রাখার সকলকে একত্রিত হওয়ার কথা বলেন।  তারপর কলকাতার মহানাগরিকের হিন্দু ধর্মের প্রতি কুমন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ এ অংশগ্রহণ করেন। তিনি বলেন ফিরহাদ হাকিম সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন । তাঁর কোনও অধিকার নেই হিন্দু, শিখ, জৈন, পারসিকদের অপমান করার । এই অবস্থায় ফিরহাদ হাকিম এর তোদের থেকে দাবি করা হয়।   তা না হওয়া পর্যন্ত আমরা বাংলাজুড়ে আন্দোলন করব । আজ গীতা মাথায় নিয়ে মানববন্ধন পরে প্রতিশ্রুতিবদ্ধ হন সকলে। আগামিদিনে রাজপথে লড়াইয়ের ময়দানে  দেখা হবে। সমস্ত বিধায়কগণ উক্ত মন্তব্যের সম্পূর্ণ সমর্থন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read