স্কুটারের সঙ্গে ছোট মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। গুরুতর জখম হলো অপর আর এক যুবক। মৃত যুবক চন্ডিপুর থানার চন্ডিপুর গ্রামের সব্যসাচী বের (২৩)।আহত যুবক স্থানীয় রামপুর গ্রামের বাসিন্দা শুভঙ্কর পন্ডিত।মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চন্ডিপুর থানার রেয়াপাড়া ব্রিজের কাছে বৃহস্পতিবার বিকালে। স্থানীয় সূত্রে জানা গেছে দুই বন্ধু মিলে স্কুটারে করে বাড়ি যাওয়ার সময় অপর দিক থেকে একটি ছোট মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।সঙ্গে সঙ্গে স্কুটারসহ চালক ও আরোহী দুজন ছিটকে পড়ে যায় রাস্তায়।
গুরুতর জখম অবস্থায় রেয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সব্যসাচী কে মৃত বলে ঘোষণা করেন। শুভঙ্কর পণ্ডিতের অবস্থান অবনতি হলে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়।
Author: ekhansangbad
Post Views: ৩৮