Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রেক জলোচ্ছ্বাসে ভাঙল বাঁধ, এলাকাবাসীর পাশে  অখিল গিরি

নিম্নচাপ এবং ভরা কটালে সমুদ্রের জলোচ্ছ্বাসের ফলে ভেঙ্গে তছ নছ হয়ে গেল রামনগর এক ব্লকের জলধার সমুদ্র বাঁধ। শনিবার সেই বাঁধ পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে আতঙ্কে দিন গুণ ছিল এলাকাবাসী। সেই আতঙ্কিত এলাকাবাসীর পাশে গিয়ে দাঁড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন তালগাছারী  ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ স্বপন দলাই, এলাকার পঞ্চায়েত সদস্য তপন ঘোড়াই,হরেকৃষ্ণ মাইতি, আতঙ্ক ভঞ্জন  জানা প্রমুখ

, মন্ত্রী-অখিল গিরি জানিয়েছেন এলাকায় প্রায় ৩০০ মিটারেরও বেশি বাঁধ ভেঙেছে। যার কারণে প্রায় ৩০-৪০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসব দোকানদারদের বন দপ্তরের জায়গার উপর অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হয়েছে।বাঁধ নির্মাণ হয়ে গেলে তাদের আগের জায়গায় চলে আসবে। এই ব্যাপারেও তিনি বনদপ্তরের সঙ্গে কথা বলেছেন।  ৩০০ মিটারের মধ্যে ৪০ মিটার কংক্রিট বাঁধ নির্মাণের  জন্য টেন্ডার হয়েছে। বাকি প্রায় ২৬০ মিটারের মতো বাঁধ নির্মাণের জন্য সেচ দপ্তর কে জানানো হয়েছে। সেচ দপ্তর অর্থ বরাদ্দ চেয়ে পাঠিয়েছে রাজ্য কে। তিনি বলেন যাতে নির্মাণের অর্থ দ্রুত তার সঙ্গে মঞ্জুর  হয় তার জন্য বিধানসভায় বিষয়টি তুলবেন। তিনি আশ্বাস দেন এলাকাবাসীর সঙ্গে থাকবেন। অসুবিধা সুবিধার জন্য নজরদারি করবেন। মন্ত্রীর এই পরিদর্শনে এলাকাবাসী খুশি বলে জানা গেছে।

বিশ্বজিৎ জানা বলেন মানবিক মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন। তিনি বলেন প্রস্তাব দেওয়া হয়েছে এই মেরিন ড্রাইভ রাস্তাটি সমুদ্রের গা বরাব বাঁধের উপর দিয়ে জলধা ব্রিজে লাগলে আরো সুবিধা হবে। এতে এতে পর্যটকদের আকর্ষণ বাড়বে। এই বাঁধ নির্মাণ হলে এলাকাবাসীর সুরক্ষিত থাকবে। আমাদের পাশে মন্ত্রী আছেন সর্বোপরি মানবিক মুখ্যমন্ত্রী আছেন বিষয়টি গুরুত্ব সহকারী বিবেচনা করবেন

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read