Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এ আই ইউ টি ইউ সি’র পূর্ব মেদিনীপুরে জেলা সম্মেলন অনুষ্ঠান

শ্রমজীবি মানুষের বিভিন্ন দাবীতে আজ বিপুল উৎসাহ-উদ্দীপনায় তমলুকের ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন হলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এ আই ইউ টি ইউ সি’র পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত শিল্পের স্থায়ী-অস্থায়ী কর্মী,স্কীম ওয়ার্কার,বিড়ি,হোসিয়ারী,নির্মান সহ বিভিন্ন পেশার সাথে যুক্ত প্রায় তিন শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন,জেলা সম্পাদক মধুসূদন বেরা। ওই প্রতিবেদনের উপর বিভিন্ন পেশার ৩৫ জন শ্রমিক প্রতিনিধি আলোচনায় অংশ নেন। বক্তারা নিজ নিজ ক্ষেত্রের সমস্যা, আন্দোলন ও লড়াইয়ের উল্লেখযোগ্য সমস্যা ও সাফল্য তুলে ধরেন।

সভার প্রধান বক্তা সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস শ্রমিকদের বিভিন্ন সমস্যা তার সমাধান সম্পর্কে বিস্তৃত বক্তব্য রাখেন। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরীশংকর দাস,  ফণীভূষণ চক্রবর্তী, সমরেন্দ্রনাথ মাজী, মানস সিনহা, জ্ঞানানন্দ রায় প্রমুখ নেতৃবৃন্দ। অশোক দাস বলেন স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছেন বা প্রান দিয়েছেন তাদের দাবী ছিল, শ্রমিক শোষন থেকে মুক্তি। কিন্তু স্বাধীন ভারতবর্ষে সেই দাবী পূরণ হয়নি। আজ সারা দেশ জুড়ে চলছে বেসরকারীকরণের জোয়ার। চলছে লে-অফ, লকআউট, ছাঁটাই। স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নেই। কন্ট্রাকচুয়াল- ক্যাজুয়াল কর্মী দিয়ে অল্প পয়সায় বেকার যুবকদের কাজ করিয়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার ৪২ টি শ্রম আইন পরিবর্তন করে ৪ টি শ্রম-কোডের মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকারগুলি কেড়ে নিচ্ছে। সম্মেলন থেকে মধুসূদন বেরাকে সম্পাদক ও সমরেন্দ্রনাথ মাজীকে সভাপতি করে ৪০ জনের শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। পরিশেষে নির্বাচিত নতুন জেলা কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেন এবং আগামী ১৫- ১৬ নভেম্বর শিলিগুড়িতে রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read