Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো ২ টি মিউজিক ভিডিও অ্যালবাম

ইন্দ্রজিৎ আইচ

কোলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়-এর উপস্থিতিতে শনিবার কোলকাতায় প্রকাশিত হল কুশল চ্যাটার্জি গীত ও নির্মিত দুটো মিউজিক ভিডিও অ্যালবাম ‘গুরু প্রণাম’ ও ‘প্রজেক্ট লকডাউন’।
ফকির লালন শাহের জন্মের ২৫০ বছরকে স্মরণে রেখে ‘গুরু প্রণাম’ নামাঙ্কিত মিউজিক ভিডিও অ্যালবাম-এর সাথে কোভিড অতিমারী ও লকডাউনের স্মৃতিকে মনে রেখে নির্মিত হয়েছে আর এক মিউজিক ভিডিও অ্যালবাম ‘প্রজেক্ট লকডাউন’ মিলিয়ে মুক্তি পেল ১০ টা গান। সঙ্গীত শিল্পী
কুশল চ্যাটার্জী জানালেন আমি ক্যালিফোর্নিয়ায় থাকি। ওইখানে থাকতে থাকতে আমি এই সব গানের অ্যালবাম এর পরিকল্পনা করেছিলাম। আশা করি আমার গান সকলের মন ভরাবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read