রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই ফের গোহারান হারলো বিজেপি।সমবায় সমিতির নির্বাচনে একটা আসনেও খাতা খুললো না শুভেন্দুর দলের।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সময়বায় সমিতিতে রবিবার ছিলো পরিচালন কমিটির নির্বাচন ।সেখানেই লোকসভা নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে বড়সড় হার স্বীকার করতে হল শুভেন্দু অধিকারী আর তার দলকে।
উত্তেজনার কথা মাথায় রেখে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের ভোট গ্রহন সকাল থেকে শুরু হয়। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল আট। এর মধ্যে তৃণমূল ও বিজেপি আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটি আসনে প্রার্থী দেয় সিপিএম।তৃনমূলের স্থানীয় নেতৃত্বদের দাবি গোপন আঁতাত করে রাম-বাম জোট বানিয়ে তৃনমূলকে হারাতে নেমেছিলো সিপিএম ও বিজেপি
নিমতৌড়ি, উত্তর সাওতানচক,উত্তর নারিকেলদা,কুলবেড়্যা এবং উত্তর সোনামুই মৌজার মোট ৩৬৭ জন এই সমবায় নিমতৌড়ির ভোটার । এই এলাকা গুলি গত পঞ্চায়েত নির্বাচন থেকেই ভালো ফল করছে বিজেপি। তারপরেও নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ৮টি আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
ফল ঘোষনার পরে বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন এ দিন।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন,লোকসভা নির্বাচনের সময় বিজেপির প্রচার যন্ত্র মানুষ কে সাময়িকভাবে বিভ্রান্তি করেছিলো। এই দুই মাসেই মানুষ এদের বুঝে গিয়েছেন। আমরা নিশ্চিত ছিলাম আমরা মানুষকে নিজের সঙ্গে নিয়ে জয় ছিনিয়ে আনতে পারবো