পূর্ব মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরীর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শনি ও রবিবার দুই দিন ব্যাপী স্বাস্থ্য উৎসব অনুষ্ঠিত হয় জনকা সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে। স্বাস্থ্য উৎসবের প্রথম দিনে আয়োজিত রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন খেজুরীর গর্ব, কৃষি বিজ্ঞানী ও সমাজসেবী রাওচন্দ্র মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, কবি ও সমাজসেবী শ্রীমন্ত দাস, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সমুদ্ভব দাশ, নাট্যকার সুভাষ মন্ডল, জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচেতা প্রামানিক সাহু, সাংস্কৃতিকবিদ দূর্গা দাস এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
উৎসবের দ্বিতীয় দিনে সংস্থার পক্ষে কেয়ার অফ খেজুরী সেবা সম্মান প্রদান করা হয় উই কেয়ার ফাউন্ডেশন, ফেয়ার ফিল্ড এক্সিলেন্সসহ জেলার পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা কে।এছাড়া সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হন বৃক্ষরোপণকারী শ্যামল কুমার জানা,রক্তদানকারী সন্দীপ চক্রবর্তীসহ পাঁচজন।
বিপি পোদ্দার, কে এল রাহা সেবা সদন, ড. সুকৃতি পন্ডা এবং ড. সাজিদ আহমেদকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উৎসবের শেষ দিনে স্বাস্থ্য ও সাধারণ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। সমাপ্তি অনুষ্ঠানে কেয়ার অফ খেজুরীর সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।