কাঁথি শহর জুড়ে জুতো রহস্য নিয়ে শোর গোল পড়েছে সর্বত্র। সূত্রের মারফত জানা গেছে হাসপাতালে নার্স এবং ডাক্তারদের ব্যবহার করার জন্য সরকারিভাবে এই জুতো দেওয়া হয়। সেই জুতোর গায়ে লেখা আছে গভমেন্ট সাপ্লাই বলে। আর সেই জুতো কাঁথি থানার সামনে রমরুমিয়ে বিক্রি হচ্ছে খোলা বাজারে। দোকানদারের কথায় সে জানেনা এই জুতো সরকারিভাবে সরবরাহ হয় কিনা। তারা যখন যে ডিজাইন পায় তাই বিক্রি করে।
তবে এই জুতো কোথা থেকে আসছে এবং দোকানদাররা কিভাবে পাচ্ছে তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এইসব জুতো হাসপাতাল কর্মীদের দেওয়া হয় এবং তারা ওয়ার্ডে এবং অপারেশন থিয়েটারে ব্যবহার করে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই বিষয় তাদের নজরে ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে। এই জুতোর ঘটনা ঘিরে রীতিমতো কাঁথি শহর জুড়ে ব্যবসায়ীদের মধ্যে শোরগোল পড়ে গেছে।