Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হসপিটালে আউটডোর উদ্বোধন হলো।

প্রদীপ কুমার সিংহ :-  হসপিস নামটির মধ্যেই অভিনবত্ব।পশ্চিমবঙ্গ তথা ভারত বর্ষের মানুষ এই নামটির সাথে পরিচিত নয়।
পরিবার বিচ্ছিন্ন, বন্ধু বিহীন মানুষের সংখ্যা আমাদের সমাজে ক্রমবর্ধমান। গড় আয়ু বেড়েছে, একই সঙ্গে বেড়েছে দুরারোগ্য/অনারোগ্য রোগে আক্রান্ত মানুষের অসহায়তা। এইসব মানুষদের অবলম্বন হয়ে ওঠার লক্ষ্যে গড়ে উঠেছে হসপিস্ ইন্ডিয়া। হসপিস পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে ওঠার আগেই এলাকার কলকাতার বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার সহ এলাকার দুই শতাধিক মানুষের উপস্থিতিতে আজ সদ্য নির্মিত আউটডোর ব্লকের  উদ্বোধন সম্পন্ন হয়। এটি গড়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর থানায় এলাকায়।উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা জগতের দিকপাল চিকিৎসকদের মধ্যে বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ জয়ন্ত কুমার বসু, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ প্রতিম সেনগুপ্ত, বিশিষ্ট ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ এস. এম. রহমান, এই তিনজন চিকিৎসককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক  ফেরদৌসী বেগম, রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান  ডাঃ পল্লব কুমার দাস ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ কৌশিক দাস, বিশিষ্ট ডাঃ নিতাই দত্ত, হসপিস্ ইন্ডিয়ার পুরোধা ডাঃ শুভজিৎ রায় ও শ্রীমতী নাজমা রায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read