দীর্ঘ ২৫ বছর কেটেছে ছাত্র-ছাত্রীদের প্রথম পাঠন নিয়ে। বহু ছাত্র এই কলেজ থেকে পাস করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছে। দুর্ভাগ্য এতদিন ন্যাক নজর দেয়নি এই খেজুরি কলেজকে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত খেজুরী কলেজে ন্যাকের প্রতিনিধিদের প্রথম মূল্যায়ণ নজরকাড়ল। শনিবার ইউ-জি-সির তরফে প্রকাশিত মূল্যায়নে বি++ গ্রেড পেয়েছে খেজুরী কলেজ। চলতি মাসের ১৯ ও ২০ তারিখ ইউজিসি থেকে ন্যাকের পিয়ার টিম খেজুরী কলেজ পরিদর্শন আসেন এই টিমের নেতৃত্বে ছিলেন ড.বীরেন্দ্রনারায়ণ দুবের,সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ড. পার্থপ্রতিম বড়ুয়া ও ড. মুরলীধর কুরহাডে। কলেজের বিভিন্ন ক্ষেত্র খুঁটিয়ে পরিদর্শন কালে কলেজের অধ্যাপক- অধ্যাপিকা, অশিক্ষক কর্মী, ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক – অভিভাবিকাদের সাথে কথা বলেন।স্বভাব অভিযোগ সোনার পাশাপাশি পরামর্শ গ্রহণ করেন। শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন।
রজতজয়ন্তী বর্ষ অতিক্রান্ত হওয়ার পর এই প্রথম ইউ-জি-সি থেকে ন্যাক টিমের পরিদর্শন ও তার মূল্যায়নের অপেক্ষায় ছিলেন সকলে। শনিবার ইউ-জি-সি থেকে এই ফলাফল ঘোষণা হতেই খুশি কলেজের প্রিন্সিপাল, শুভানুধ্যায়ী, অধ্যাপক-অধ্যাপিকা থেকে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। কলেজের প্রিন্সিপাল ড. শুভ্রমা গুপ্ত জানান, ২৫বছর অতিক্রম করলেও এতদিন খেজুরী কলেজ ইউ-জি-সি গ্রেড পায়নি। সকলের প্রচেষ্টায় আমরা ইউ-জি-সির গ্রেড পেয়েছি। বি++ গ্রেড পেয়ে আমরা আনন্দিত।পাশাপাশি সকলের মধ্যে প্রশ্ন উঠেছে কলেজ প্রতিষ্ঠার পর থেকে ন্যাক কেন নজরদারি করেনি এই কলেজের উপরে। ন্যাকের নজরদারি থাকলে এই কলেজ আরো বেশি করে অগ্রগতি হত এবং আরো কিছু বিষয় নিয়ে পঠন পাঠন শুরু করা যেত। তবুও ভালো এতদিন পরে ন্যাকের পরিদর্শক দল পরিদর্শনে এল।