কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন কেমন হবে বা কিভাবে হবে তা বুঝে উঠতে পারছেন না ব্যাংক কর্তৃপক্ষ এবং নির্বাচন আধিকারিক। ব্যাংক সূত্রে জানা গেছে আগামী ১২ই আগস্ট সুপ্রিম কোর্টে মামলার শুনানির দিন ধার্য আছে। সেই দিন কো অপারেটিভ নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে হবে। সেদিনই মামলার শুনানি হওয়ার কথা। ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক শংকর প্রধান বলেন ৭৭০ জন সদস্য পদ নিয়ে অভিযোগ হয়েছিল।
অভিযোগ ভোটার তালিকায় বহু মৃত ভোটার ব্যাংকের ভোটার লিস্টে নাম রয়েছে। সেই নাম গুলি অবিলম্বে বাদ দেওয়ার জন্য আরজি জানানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ও নির্বাচন আধিকার এই ৭৭০ জনের তদন্ত করে তার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে কো অপারেটিভ নির্বাচন কমিশনের কাছে। এবার সুপ্রিম কোর্ট এর বিচারপতি যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে নির্বাচন প্রক্রিয়া হবে। সেই কারণে নির্বাচন এর জন্য সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই নির্বাচন হবে। ১২ আগস্ট বোঝা যাবে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন কেমন হবে। এই নির্বাচনকে ঘিরে শাসক এবং বিরোধী দুই দলের প্রস্তুতি ছিল তুঙ্গে। এই নিয়ে মামলা হওয়ায় দুই দলের প্রস্তুতি চলছে ঢিমে তাহলে।ব্যাংকের সেক্রেটারি অ্যাপেলো আলী বলেন বিষয়টি নির্বাচন কমিশন এবং ব্যাংকের নির্বাচন আধিকারিক দেখছেন। আইনিভাবে যেভাবে করার তাঁরা করবেন।