কমিউনিটি হেলথ গাইড (সি এইচ জি) ও ট্রেন্ড দাই( টি ডি) প্রায় 40 বছর আগে স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসাবে নিয়োগ হয়। এরা প্রায় আশা কর্মীদের মতই পরিষেবা প্রদান করত। তখন সাম্মানিক মাসে দেওয়া হতো মাসে ৫০ টাকা। বর্তমানে সি এইচ জি সাম্মানিক পায় মাসে ৪০০ টাকা, টি ডি’রা মাসে ৫৫০ টাকা। বর্তমানে এরা অনেকে মারা গেছে, অনেকে অথর্ব হয়ে পড়েছে, অনেকে এখনও কর্মরত। ইতিমধ্যে সরকার আসা-আইসিডিএস-মিড ডে মিল কর্মীদের টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা দেওলয়ার কথা ঘোষণা করেছেন(আদেশ নম্বর1219- F(H)/FA/ N/2 2 M/18/24( NB ) dated 7l03)2024, সেখানে Honorary health workerদেরও পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলেছেন।
এই দাবিতে West Bengal community health guide union ‘ র নেতৃত্বে প্রায় শতাধিক সি এইচ জি ও টি ডি গণ স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মাারকলিপি গ্রহণ করেন সি এম ও এইচ ডাক্তার বিভাস রায়। ডেপুটেশনে নেতৃত্ব দেন রোহিনি মাইতি, নিমাই চন্দ্র দাস ,নিয়তি মাইতি, মধুসূদন বেরা ও সমরেন্দ্র মাজী।