কাঁথি পৌর এলাকার প্রতিটি বাড়িতে ভয়াবহ ডেঙ্গু রোগের বিষয় সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে কাঁথি পৌরসভা।
পৌরসভার প্রতিটি নির্মল বাংলা অভিযানের গাড়িতে মাইক বেঁধে তাতে সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে।
কাঁথি পৌরসভার প্রতিটি অলিতে গলিতে সকালবেলায় নির্মল অভিযানের যে গাড়িগুলি বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে সেই গাড়ি থেকেই ডেঙ্গু বিষয়ক নানা সচেতনতা বার্তা প্রচারিত হচ্ছে ।
কাঁথি পৌরসভার অভিনবত্ব হল এই সচেতনতা বার্তা প্রচারিত হচ্ছে অন্য কারো গলায় নয় স্বয়ং মিউনিসিপ্যালিটির জনপ্রিয় মেডিকেল অফিসার কোভিড যোদ্ধা ডা: অনুতোষ পট্টনায়ক এবং তার সহধর্মিনী ডা: নন্দিতা পট্টনায়কের গলায় যাতে মানুষের কাছে বার্তাটি গ্রহণযোগ্য হয়।
ইতিমধ্যেই কাঁথি পৌরসভার এই বিশেষ প্রচার অভিযান শুধু কাঁথি নয়, জেলা সহ রাজ্যে ও প্রশংসা বার্তা কুড়িয়েছে।
সারা রাজ্যের নিরিখে কাঁথি পৌরসভার এই ডেঙ্গু বিজয় অভিযানের ফল স্বরূপ ডেঙ্গুর প্রকোপ অন্যান্য জেলার তুলনায় বেশ কম। ডেঙ্গু রুখতে কাথি পৌরসভা আগামী দিনে আরো অনেক পদক্ষেপ নিতে চলেছে বলে পৌর প্রধান জানান।