Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি জায়গার উপরে জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ।

সরকারি জায়গার উপরে জবরদখল করে নির্মাণ করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নজরে এড়িয়ে নয়নজুলির উপরে পাকা বাড়ি নির্মাণ চলছে অবাধে। এমনই ঘটনা নজরে পড়ল কাঁথি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাঁথি রসুলপুর রাস্তায় নয়নজুলির উপরে স্থায়ী নির্মাণ করছে অমল চন্দ্র দাস। সহজভাবে যাতে নজরে না আসে তার জন্য একটা পর্দা ঘিরে দেদার নির্মাণ কাজ চলছে। অমল বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন জেলা পরিষদ থেকে ওই জায়গা বন্দোবস্ত নিয়েছেন। সেই কারণে বাড়ি নির্মাণ করছে। এই বিষয়টি জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিকের নজারে আনলে তিনি বলেন জনস্বার্থ ক্ষুন্ন করে এমন কিছু করা যাবে না। স্থায়ী নির্মাণ অবৈধ বলেও তিনি বলেন। তিনি আরো বলেন এইভাবে নয়নজুলি ভরাট বা অবরুদ্ধ করে নির্মাণের অনুমতি জেলা পরিষদ দেয় না। যদি কেউ নয়নজুলি ভরাট বা জল নিকাশি অবরুদ্ধ করে স্থায়ী নির্মাণ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কাঁথি পৌরসভার পৌর প্রধান বলেন নয়নজুলি জেলা পরিষদের অধীন। জেলা পরিষদ বন্দোবস্ত দিতে পারে। কিন্তু জল নিকাশি বন্ধ করে স্থায়ী নির্মাণ পৌরসভা বরদাস্ত করবে না। অভিযোগ এলে তার ব্যবস্থা নেওয়া হবে। নয়নজুলির উপরে ঘর করে থাকা।এমন নির্মাণ ভেঙে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের একটি সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে না ভেঙে নিলে পৌরসভা আইনানুগ ব্যবস্থা নেবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read