অল ইন্ডিয়া সেশনকাই শিতো রিউ ক্যারাটে ডু ফেডারেশন ও ক্যারাটে ডু এসোসিয়েশন অফ বেঙ্গলের যৌথ উদ্যোগে গত ২৬ থেকে ২৮ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অষ্টম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৪।
পৃথিবীর বিভিন্ন দেশের বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল, চারটি সিলভার মেডেল ও চারটি ব্রোঞ্জ মেডেল অর্জন করে কাঁথির আরশাদ আলী খান সেশনকাই শিতো রিউ ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা। সালমা খাতুন,রিয়া ভট্টাচার্য, আদিত্য ঘোড়াই ও স্বস্তিকা প্রধান স্বর্ণ পদক লাভ করে। আলেহা পারভীন,তাজ খাঁন, মির্জা রওশন বেগ ও সেক শাহজাহান রৌপ্য পদক লাভ করে।দিয়া ভট্টাচার্য, রেহানা খাতুন,সেক সাজ্জাক মোহাম্মদ ও সেক আজমল ব্রোঞ্জ পদক লাভ করে।
ছাত্রছাত্রীদের এই সাফল্যে দারুন আনন্দিত প্রশিক্ষিক আরশাদ আলী খান বলেন,” ছাত্রছাত্রীরা নিয়মিত প্রাক্টিসের ফলে এই সাফল্য অর্জন করতে পেরেছে। আগামীদিনে ওরা ওরা আরো অনেক সাফল্য পাবে।”