Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রনের স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে বর্ষার পরই শীলাবতী নদী এলাকার নিম্নাংশে খনন কাজ শুরু সহ চার দফা দাবীতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে মেদিনীপুরে সেচ ও জলপথ দপ্তরের মুখ্য বাস্তুকার বিপস্চিত চক্রবর্তী,অধীক্ষক বাস্তুকার অভিজিৎ গাঙ্গূলী,নির্বাহী বাস্তুকার ইন্দ্রনাথ মূখার্জীকে স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ। অন্যান্য দাবীগুলির মধ্যে অন্যতম হোল-বর্ষার সময়  শীলাবতীর জলের চাপ কমাতে চন্দ্রেশ্বর খালের বৈকুন্ঠপুর থেকে শীলাবতীর গুড়লী সুরতপুর পর্যন্ত ও শীলাবতীর বাছরাকুন্ডু থেকে কাঁসাইয়ের সামাট পর্যন্ত নূতন খাল খনন করতে হবে। নিউ কাঁসাইয়ের ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার মাইশোরা অংশ সংস্কার করতে হবে। মাস্টার প্ল্যান এলাকার কৈজুড়ী,গোবিন্দপুর,রানীচক,কুমরচক সহ অকেজো বিভিন্ন স্লুইশগেটগুলি অবিলম্বে সংস্কার করতে হবে। আধিকারিকগন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
           নারায়নবাবু বলেন,বর্ষার পরই চন্দ্রেশ্বর খালের পাশাপাশি শীলাবতী নদী এলাকায় খনন কার্য্য শুরু করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আজ দপ্তরের ইঞ্জিনিয়ারগনের সাথে সাক্ষাৎ করে উপরোক্ত দাবী জানানো হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read