Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধের একটি সচেতনতা শিবির হল রামনগর-১ ব্লকে।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ ব্লক প্রশাসন ও রামনগর ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক  জন সচেতনতা শিবির হল।  মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের  ২১ বছর বয়সে নীচে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। এর সমস্যা গুলো নিয়ে আলোকপাত করা হয় এই শিবিরে। আহ্বান জানানো হয় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য জোটবদ্ধ হতে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার,  রামনগর,দীঘা, দীঘা মোহনা এবং মন্দারমনি থানার   অফিসার বৃন্দ, উপস্থিত ছিলেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি প্রতিনিধি ,জেলা শিশু রক্ষা কমিটির প্রতিনিধির, এবং ব্লক চাইল্ড প্রোটেকশন কমিটি, পঞ্চায়েত চাইল্ড প্রটেকশন কমিটি, ভিলেজ লেভেল চাইল্ড প্রটেকশন কমিটি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই জনসচেতনতা কর্মসূচিতে ভিডিওর  সাহায্যে বাল্যবিবাহের সমস্যা এবং প্রতিরোধ করার বিভিন্ন উপায় তুলে ধরা হয়, এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।   সোশ্যাল মিডিয়ার বিষয়ে আলোচনা করা হলো।
উপস্থিত হয়ে রামনগর ১ পঞ্চম সমিতির সভাপতি নিতাই চরন সার বলেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন কমিটি আমাদের ব্লকে এসেছিলেন, আমাদের ব্লকের মধ্যে সমস্ত স্কুল কে আমন্ত্রণ করা হয়েছিল। আজ বুধবারের সেমিনারে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন কমিটি, ব্লক,গ্রাম পঞ্চায়ে  ভিলেজ চাইল্ড প্রটেকশন কমিটি তার কমিটি গঠন  করা হল। আজকে এই সেমিনারের মাধ্য দিয়ে সমস্ত প্রধান, সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি, বি. ডি.ও ম্যাডাম , রামনগরের  এসআই সহ সবাইকে নিয়ে এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সেমিনার সফলভাবে হলো।বিস্তারিত  তথ্যচিত্র ও তুলে ধরাহল কিভাবে এই চাইল্ড প্রটেকশন কমিটি কাজ করবে? প্রত্যেক স্তরে  প্রতি মাসে একটি করে মিটিং করার নির্দেশ দেওয়া হয়। মিটিং এর তথ্য ব্লক কমিটির  কাছে পাঠাতে হবে। আমরা ব্লক থেকে জেলায় পাঠানো হবে।  বাল্যবিবাহ আটকানো,শিশু সুরক্ষা নিশ্চিত পড়া, কত নিরাপত্তা করা  যেতে পারে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read