সেচ দপ্তরের অর্থাভাব সেই কারণে মেরামতি করা হয়নি কাঠের সেতু। কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা জানালেন সেচ দপ্তরের টাকা নেই বলে এলাকাবাসীর স্বার্থে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হলো নয়াপুট গ্রাম পঞ্চায়েতের ফতেপুর উড়িষ্যা কোষ্ট কেনাল এর উপর কাঠের সেতু মেরামতির জন্য। এই সেতু দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।
স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে অসুস্থ ব্যক্তিদের ভরসা এই সেতু। সেতু গুলি রক্ষণাবেক্ষণ করে সেচ দপ্তর। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছিল এলাকার মানুষজন। এলাকাবাসীর কথা ভেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি কাঠের সেতু বাদ দিয়ে পাকা সেতু করা হোক। রঞ্জিত মন্ডল জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীন এই দাবি জানানো হয়েছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকা সেতু হবে। কিন্তু পরবর্তীকালে হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড্যা জানিয়েছেন মাজিলাপুর, হৈপুর, নয়াপুট,মহিষাগোট ও বাদলপুর গ্রাম পঞ্চায়েতের একটি করে মোট পাঁচটি সেতু মেরামতির কাজ করবে পঞ্চায়েত সমিতি। এছাড়া ৬৫ টি কাঠেরপুল মেরামতির জন্য বরাদ্দ চেয়েছে সেচ দপ্তর। বরাদ্দ এলে ওই কাজগুলি হবে বলে জানিয়েছে সেচ দপ্তর।