প্রদীপ কুমার সিংহ :- মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ সরকারের পক্ষ থেকে সব সময় সচেতন করা হয় হেলমেট ছাড়া বাইক চালাবেন না। কিন্তু কে শোনে কার কথা। হেলমেট ছাড়া মঙ্গলবার গভীর রাতে বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুজনের মৃত্যু হল। মৃত দুই যুবকের নাম বিশাল মাহাতো ও কুষাণ মন্ডল দুজনেরই বয়স ১৮। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার কালিবাজার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর বেপরোয়া ভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় মোহন বাটার সামনে একটি কালী মন্দিরের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালকসহ আরো একজন। জানা যায় তাদের কারো মাথায় হেলমেট ছিল না। এরপর স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে কিভাবে এই ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন ঘটনাটি ভোর রাতে হয়েছে। আমি যখন ঘটনা স্থলে যাই তখন পুলিশ আহত ব্যক্তদের নিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাইক চালকদের কোন হেলমেট ছিল না। যে ভাবে মুখে ও মাথায় আঘাত লেগেছে তাই মনে হয়। মৃত ব্যক্তিরা এলাকার বাসিন্দা। পুলিশ পরে মৃত ব্যক্তিদের দেহ ময়না তদন্তে জন্যে পাঠায়।