Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খলিসাভাঙ্গা  হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ডায়াবেটিস সচেতনতা শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার খলিসাভাঙ্গা  হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি ডায়াবেটিস সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।এই শিবিরের আয়োজন করেন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট(সিনি)। উপস্থিত সিনির প্রশিক্ষক প্রহ্লাদ বেরা বলেন, ফার্স্ট ফুড, জাঙ্কফুড, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার বর্জন করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করে ডায়াবেটিস অনেকটাই এড়ানো সম্ভব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না তাঁর বক্তব্যে ডায়াবেটিসের কুফল সম্পর্কে অবগত করেন এবং ছাত্র ছাত্রীদের নিজেরা সহ তাঁদের পরিবারের সকলকে এই বিষয়ে সচেতন করানোর জন্য আহ্বান জানান।

এই সচেতনতা শিবিরে শান্তনু দত্ত বর, দেবকুমার ত্রিপাঠী ,রতন কুমার সাউ,স্বপন বেরা, কমলকান্তি শীট,বিভু রঞ্জন মন্ডল, মৈত্রেয়ী মন্ডল,অমল পাত্র,মানস করণ, সৌমিত্র জানা, দীপিকা বেরা ,তপতী দাস, অনুশ্রী গুচ্ছাইত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী গণ উপস্থিত ছিলেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read