বিপুল জনসমাগমের মধ্যে পথচলা শুরু হলো শাড়ির বিপণী “ফেয়ারি কুইন” এর।মঙ্গলদীপ জ্বালিয়ে ফিতা কেটে “ফেয়ারি কুইন” শাড়ির বিপনীর উদ্বোধন করলেন ডাঃ প্রসেনজিৎ সিনহার মাতা অঞ্জলি সিনহা। রিপনের উদ্বোধন হয় উদয়ন রোড সংলগ্ন অজিত সিনহা রোডে এর ডাঃ প্রসেনজিৎ সিনহার চেম্বার এর বিপরীতে মহল অনুষ্ঠান ভবনের নিচে।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ প্রসেনজিৎ সিনহা,বিধায়ক সুমিতা সিনহা,গোবিন্দ সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কেনাকাটার জন্য গৃহবধূদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। ক্রেতা সাধারণের কথা ভেবে এই পথ চলার শুরুর দিন থেকেই বিশেষভাবে ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।পুজোর আগে সমস্ত নতুন কালেকশন দিয়ে ভরিয়ে তোলা হয়েছে এই বিপণি। কর্তৃপক্ষ জানিয়েছেন ক্রেতা সাধারনের কথা ভেবেই স্বাভাবিক বাজার মূল্যের থেকে অনেক কম দামে এখানে কেনাকাটা করতে পারবেন সকলে। ন্যূনতম লভ্যাংশ তে বেশি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ লাভবান হবেন। সেই দিকেই নিখুঁত নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।