অল্পের জন্য প্রানে বাঁচলেন তিন জন মহিলা সহ পাঁচজন গ্রামবাসী। আজ সকালে বৃষ্টির সময় পাঁশকুড়া থানার অন্তর্গত বাঁকাডাঙ্গা গ্রামে হঠাৎ করে একটি বড় সিরিষ গাছ ইলেকট্রিক তারে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে কোনওরকমে প্রানে বাঁচলেন ওই পাঁচজন গ্রামবাসী। ফলস্বরূপ তিনটি ইলেকট্রিক খুঁটি ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র নায়ক জানান, ওই পাঁচজনের চারজন গ্রামবাসী গোয়ালাকে দুধ দিয়ে বাড়ী ফিরছিলেন। একজন মোটর সাইকেল আরোহী সেই সময়েই বাড়ী থেকে বেরিয়ে কর্মস্থলে যাচ্ছিল। সেই সময়ই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনা ঘটে। বর্তমানে ইলেকট্রিক খুঁটি পাল্টানোর কাজ চলছে। মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলটি নষ্ট হয়েছে। সকাল থেকশেই আজ সরানোর কাজ চলছে। পাড়াটি বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১০০