পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের খড়িপুকুরিয়ার শ্মশান মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। স্থানীয় সূত্রে জানা গেছে বাইকে করে বাসুদেব প্রামান (৩৬),বাবলু ধাড়া ও ভক্ত বর যাচ্ছিল এমন সময় অপর দিক থেকে একটি ইঞ্জিন রিক্সা এসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছিটকে পড়ে বাইক সহ বাইক চালক বাসুদেব প্রামানিক ও দুই আরোহী।
ঘটনাস্থলেই বাসুদেব প্রামাণিকের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। আরোহী দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে মারিশদা থানার পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ তো গাড়ি গুলোকে আটক করেছে পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৪৩