Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাবল ডেকার বাসের ট্রায়াল রান দীঘায়।

দিঘা পর্যটন শহরে ডবল ডেকার বাস চালু হতে চলেছে। আজ শনিবার ডাবল ডেকার বাসের ট্রায়াল রান হলো। সূত্রের খবর এই ডবল ডেকার বাস হোটেল গুলো থেকে পর্যটকদের নিয়ে প্রমোদ তরির ঘাটে পৌঁছে দেবে। প্রমোদ তরিতে পর্যটকেরা সমুদ্র বিহার করার পর আবার ফিরে আসবে এই বাসে চেপে। এছাড়াও শহরে ভ্রমণের জন্য এই ডবল ডেকার বাস ব্যবহার করা যাবে বলে জানা গেছে। 

উল্লেখ্য ডাবল ডেকার বাসের আকর্ষণ ছিল কলকাতা শহরে। এখন এই বাস কলকাতা শহরে অতীত। সেই ঐতিহ্যকে দিঘা শহরে ফিরিয়ে আনার অভিনব উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর ও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ট্রায়াল  রান দেখেই পর্যটকদের অনেক খুশির বলে জানা গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read