মন্দারমনির দুই মধুচক্রীকে পুলিশ হেফাজতের পর আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে পুনরায় তোলা হলো। অভিযুক্ত চন্ডিপুর থানার প্রথম খন্ড জালপাই গ্রামের বাসিন্দা পবিত্র গারু ও মন্দারমনি থানার রানিয়া গ্রামের বাসিন্দা চিন্তামণি পঞ্চাধ্যায়ী কে পুলিশ হেফাজতের পর আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
অভিযোগ দীঘা, মন্দারমনি, তাজপুর ও শংকরপুরে পর্যটনকেন্দ্রে মধুচক্রের রমরমা ব্যবসা বন্ধ করতে অভিযান চালায় পুলিশ। ২৬ জুলাই ৬ মোক্ষীরানীকে উদ্ধার করে ১৩ জনকে গ্রেফতার করে। তারপর ৩১ জুলাই দীঘা পর্যটন কেন্দ্রে অভিযান চলিয়ে ৬ মোক্ষীরানী কে উদ্ধার করে ১১ জনকে গ্রেফতার করে। এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৫২