Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি মহাকুমা আদালতে তোলা হলো মন্দারমনির দুই মধুচক্রীকে

মন্দারমনির দুই মধুচক্রীকে পুলিশ হেফাজতের পর আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে পুনরায় তোলা হলো। অভিযুক্ত চন্ডিপুর থানার প্রথম খন্ড জালপাই গ্রামের  বাসিন্দা পবিত্র গারু ও মন্দারমনি থানার রানিয়া গ্রামের বাসিন্দা চিন্তামণি পঞ্চাধ্যায়ী কে পুলিশ  হেফাজতের পর আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

অভিযোগ দীঘা, মন্দারমনি, তাজপুর ও শংকরপুরে পর্যটনকেন্দ্রে  মধুচক্রের রমরমা ব্যবসা বন্ধ করতে অভিযান চালায় পুলিশ। ২৬ জুলাই ৬ মোক্ষীরানীকে উদ্ধার করে ১৩ জনকে গ্রেফতার করে। তারপর ৩১ জুলাই  দীঘা পর্যটন কেন্দ্রে অভিযান চলিয়ে ৬ মোক্ষীরানী কে উদ্ধার করে ১১ জনকে গ্রেফতার করে। এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read