Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

কেন্দ্রীয় সরকারের সি বি এস সি বোর্ডের অধীন জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্র- ছাত্রীদের জন্ম তারিখ হতে হবে ০১/0৫/২০১৩ থেকে ৩১/ ০৭/ ২০১৫ এর মধ্যে। পশ্চিম বঙ্গ রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পঞ্চম শ্রেণীতে ভর্তির বয়স ১০ থেকে ১১ বছর। ফলস্বরূপ এই রাজ্য তথা জেলার বিদ্যালয়লয় গুলিতে পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীদের অধিকাংশের জন্ম তারিখ ০১/ ০১/ ২০১৩ থেকে ৩০/ ০৪ /২০১৩ এর মধ্যে। যার ফলে একটা বড়ো অংশের ছাত্র-ছাত্রীরা জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না। প্রসঙ্গত সারা দেশের প্রতিটি জেলায় একটি করে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় জওহর নবোদয় বিদ্যালয় টি রয়েছে মহিষাদলের কাপাশএড়্যায়। ঐ বিদ্যালয়ে প্রতি বছর ষষ্ঠ শ্রেণীতে ৮০ জন মেধাবী  ছাত্র ছাত্রী ভর্তির পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পায়।

কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের আর্থিক সহায়তায় সম্পূর্ণ বিনা খরচে ছাত্র- ছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক ঐ বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। বর্তমান ভর্তির জন্য আবেদন শুরু হলে ও অধিকাংশ ছাত্র- ছাত্রীরা বয়সের বেড়া জালে আবেদন করার সুযোগ না পাওয়ায় তাদের অভিভাবক গণ ক্ষুব্ধ। জওহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ এই  বিষয়ে বলেন ভর্তির বয়স সহ সমস্ত নিয়ম নির্ধারণ করে নবোদয় বিদ্যালয় সমিতি, নিউ দিল্লি। আমাদের জেলা তথা রাজ্যে বয়স নিয়ে ভর্তির ক্ষেত্রে     সমস্যাটির বিষয়ে নবোদয় বিদ্যালয় সমিতি  কর্তৃপক্ষ কে জানানো হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। এরমধ্যে  বয়স সমস্যা  সমাধান করলে ছাত্র ছাত্রীরা অন লাইনে আবেদন করতে পারবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read