Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তি পাচ্ছে সৃজিত  মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের  বায়োপিক ” পদাতিক “

ইন্দ্রজিৎ আইচ :- ” মৃণাল সেন ” এই নামটুকুই যথেষ্ট। কারণ ভারতীয় চলচ্চিত্রে এই প্রয়াত পরিচালক মৃণাল সেন
এর নাম বিশ্ব বন্দিত। তার জন্মের শত বর্ষ পার করলো
সম্প্রতি। আগামী প্রজন্ম কে তার ছবির ভাবধারা কে তুলে ধরতে, মৃণাল সেনের কাজ ও ভারতীয় চলচ্চিত্রে তার অবদান কে বাঁচিয়ে রাখতে সৃজিত মুখোপাধ্যায় গত বছর মৃণাল সেন এর জীবন নিয়ে একটি ছবি বানিয়ে ছিলেন । ছবির নাম ” পদাতিক “। আজ কলকাতার
গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক সৃজিত
মুখোপাধ্যায় জানালেন বহু প্রতীক্ষিত এই ছবি আগামী
১৫ ই আগস্ট বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কলকাতা সহ আরো অনেক জায়গায়। ইতি মধ্যে বিদেশে বহু জায়গায়
এই ছবি দেখানো হয়েছে।


পুরস্কৃত হয়েছে। মৃণাল সেনের এই বায়োপিক ছবি পদাতিক
ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশ এর বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী।
তার যুবক বয়সের চরিত্র টি করেছেন এই সময়ের বাংলা রঙ্গ মঞ্চের জনপ্রিয় অভিনেতা কোরক সামন্ত। মৃণাল সেন এর স্ত্রী গীতা র ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী। পদাতিক ছবিটি নির্মাণ করেছেন
ফ্রেন্ডস কমিউনিকেশন এর কর্ণধার ফিরদৌস হাসান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কোরক সামন্ত, মনামী ঘোষ,প্রযোজক ফিরদৌস হাসান
ও ছবির কস্টিউম ডিজাইনার শ্যামলী দাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read