Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলের স্রোতে রীলস বানাতে গিয়ে তলিয়ে গেল  যুবক।

প্রদীপ কুমার সিংহ :- জলের স্রোতের রিলস বানাতে গিয়ে ভেসে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনে। নিখোঁজ কিশোরের নাম  মহম্মদ শামিম। তার বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে। এখনো পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। বিকেল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তার সন্ধানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সাথে রিলস বানাতে গিয়ে বেঁচে গেল এক কিশোর। খবর পেয়ে এলাকার বিধায়ক বিবা সদ্দার ও বারুইপুর থানা পুলিশের আধিকারিক সৌজিৎ রায় নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে যায়।এলাকার বাসিন্দাদের বক্তব্য উত্তরভাগ পাম্পিং স্টেশন যেন এক পর্যটন কেন্দ্র। প্রায়ই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন। অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরো বাড়ে।
এলাকার বিধায়ক বিভাস সরদার বলেন  কলকাতা পৌর এলাকা, রাজপুর সোনারপুর, বারুইপুর এমনকি উত্তর ২৪ পরগনার একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতে ভিড় জমান অনেকেই। উত্তরভাগে এই পাম্পিং স্টেশনে কোন সাধারণ মানুষের ঢোকার কথা নয় তবুও মানুষ নিরাপত্তা রক্ষিত চোখে ধুলো দিয়ে ওই এলাকায় যায় এবং অনেকে স্নান করে। বারবার পাম্পলিং স্টেশনে কর্মরত কর্মচারীরা বারণ করে সাধারণ মানুষকে কিন্তু কে শোনায় কার কথা। তাই আজ এই রকম ঘটনা ঘটলো। তিনি বলেন এই সেনসিটিভ জায়গাটা যাতে ভালোভাবে কঠোর নিরাপত্তা দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে।
এই দৃশ্য দেখতে এবং ভিডিও রিলস বানাতে কয়েকজন বন্ধুর সাথে বারুইপুরে মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল মোঃ শামীম। জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার। নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি। পাশাপাশি তার আরো বক্তব্য, এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়। প্রশাসন দেহ খোঁজার চেষ্টা করছে বলে জানান তিনি।
অবশেষে ১৭ ঘণ্টা পর খুঁজে পাওয়া গেল মোঃ শামীমের দেহ। উত্তরভাগ পাম্পিং স্টেশনের কাছে বোল্ডারের নিচে  ছিল। প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নিয়ে এসে ১৭ ঘণ্টার পর সেই মৃতদেহ উদ্ধার করল সোমবার সকাল নটা নাগাদ। বারুইপুর থানা পুলিশের দেহটি উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে ময়না তদন্ত জন্য নিয়ে যায়। শামীমের মৃত্যুতে মল্লিকপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read